হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চলতি ২০২৩ সালের জুন মাসের মাসিক কল্যাণ সভা উপলক্ষে ১৩ ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর (সার্কেল) সুভাশীষ ধরের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পুলিশ সুপার অফিসার-ফোর্সদের বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যার বিষয় মনোযোগ দিয়ে শুনার পাশা-পাশি উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেন।এবং কল্যাণ সভায় চোরাচালান পণ্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসহ পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার, সভায় উপস্থিত সকল সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো: শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগসহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে বেলা ১২ টা ৩০ মিনিটের সময় জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্’র সভাপতিত্বে বিগত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার জুন/২০২৩ খ্রি. মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।