হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট সমাজ সেবক ছাত্রনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ ।
শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী বালিকান্দী গ্রাম নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক ও নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ ২৩ শে জুন রোজ শুক্রবার বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এবং নামাজ শেষে মসজিদে আগত মুসল্লীয়ামে কেরামগনের সাথে কোশল বিনিময় করেছেন ও আসন্ন ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, সিলেটের এর রাজপথ কাঁপানো নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ সিলেট সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারণার জন্য বিগত ১৭ ই জুন সুদূর যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন ও নির্বাচনী প্রচারণা করেন। তিনি আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।