দেলোয়ার হোসাইন আখতার
************************************
তপ্ত রোদের কষ্টে এখন ভালো নাই'যে মন,
গাছের ছায়ায় বিশ্রামে তাই থাকি সারাক্ষণ।
প্রখর রোদের তাপে দেশে সবাই কষ্টে আছে,
এমন তাপে গরীব মানুষ কেমন করে বাঁচে ?
তাপের জ্বালায় বন্দী জীবন রোদে দিচ্ছে হাঁক,
গাছের ডালে করুণ সুরে ডাকছে কোকিল-কাক।
পানি ছাড়া রোদের তাপে মরছে বনের গাছ,
পুকুরের পানি শুকিয়ে গিয়ে মরছে চাষের মাছ।
গরীব লোকের কষ্ট দেখলে চমকে ওঠে হৃদ,
সারাটি রাত জেগে থাকে আঁখিতে নাই নীদ।
ধনীর আছে অঢেল টাকা এসি আছে ঘরে,
সারা রাত্রি ঘুমায় তাঁরা কত আরাম করে।
ফসল'তো নাই মাঠে এবার পুড়ে হচ্ছে ছাই,
ফরিয়াদ চাই রবের কাছে তোমার দয়া চাই।
খোদার কাছে আর্জি আমার গরম তুলে নাও,
শীতল হাওয়ায় সবার মনে শান্তি এনে দাও।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম