স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর একাংশ কচুরিপানায় ভর্তি রয়েছে। নদীতে আসা পানির চাপে কচুরিপানাগুলো রীতিমতো স্তুপ হয়ে দেবে আছে। অনেককে নদীতে থাকা কচুরিপানার স্তুপের উপর দিয়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। কচুরিপানার এমন ভারি স্তুপ আটকে আছে শহীদ মিনার এলাকায় নদীতে থাকা ছোট সেতুর পিলাগুলোতে। কচুরিপানা ও পানির চাপে সেতুর পিলার ভেঙে ধসের ঝুঁকি রয়েছে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এছাড়া নদীতে পানি আসলেও এসব কচুরিপানার কারণে নৌকা চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৭ জুন) এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, পৌরসভার পক্ষ থেকে নদীর কচুরিপানা সরানোর কাজ চলছে। তবে কচুরিপানাগুলো স্তুপ হয়ে যাওয়ায় সরানো কঠিন হয়ে পড়েছে। তবুও কাজ চলছে।
শ্রমিকরা স্তুপের উপরে বসে কেটে কেটে সরিয়ে দিচ্ছেন। আশা করছি, অচিরেই নদীতে আর কচুরিপানা থাকবে না। পরে নৌকা চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম