হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
দেশের অন্যান্য উপজেলার ন্যায় ১৩ ই জুন রোজ মঙ্গলবার ২ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে কেকে কাটার মধ্য দিয়ে স্থানীয় ভাবে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। এসময় এই হলরুমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সমাজ সেবক বজলুর রশীদ চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা -কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।