হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ইজিবাইক(টমটম) গাড়ীর নীচে পড়ে চালক হারুন(৪৫) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে ইজিবাইক (টমটম) গাড়ী ভর্তি লাকড়ীর টিভ নিয়ে চালক হারুন মিয়া (৪৫) বেড়িবাঁধ দিয়ে স্বাধীন বাজার যাওয়ার পথে ১৩ ই জুন সকাল ১০ ঘটিকার সময় রানীগঞ্জ ও স্বাধীন বাজার বেড়িবাঁধ এর মধ্যবর্তী এলাকায় ইজিবাইক (টমটম) গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নিজ গাড়ীর নীচে চাপা পড়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত আছিমপুর গ্রামের হাসিম মিয়ার ছেলে ইজিবাইক (টমটম)গাড়ী চালক হারুন মিয়া (৪৫) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।