বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নের বলইবুনিয়া ৫নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদে হারুন আর রশিদ মোল্লা নির্বাচিত হয়েছেন। ফুটবল প্রতীকে ৩৭৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৯৬ ভোট।
সোমবার (১২ জুন) বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ১ হাজার ৩৯০ জন ভোটারের মধ্যে ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মো: আনিচুর রহমান জানান, রামনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা সেটা করতে পেরেছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
সম্প্রতি এ ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মন্টু জমাদ্দার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ আসন শূন্য ঘোষণা করা হয়।
ছবির ক্যাপশন: বিজয়ী হারুন আর রশিদ মোল্লা। সমর্থকদের সাথে হারুন আর রশিদ মোল্লা।