1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওদের হাতটা গুটালেই অনুমোদনবিহীন ট্রাক্টর, ট্রলি,নছিমন সড়কে চলা বন্ধ ও দূর্ঘটনা এড়ানো সম্ভব । পঞ্চগড়ে এখন দিনে গরম রাতে শীত  মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের শুভ উদ্বোধন অগ্রণী আর্ট এন্ড কালচারের ব্রিটিশ রাজা কর্তৃক কিং এ্যাওয়ার্ড প্রাপ্তিতে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ উল্লাস ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হলেন মু.জিল্লুর রহমান নেত্রকোনায় সেনা অভিযানে ১২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার মৌলভীবাজারে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে আলু ও পিয়াঁজ এর মূল্য আকাশচুম্বী, হতাশাগ্রস্ত ক্রেতাসাধারণ  গোপালগঞ্জে বেদগ্রাম মোড়ে বেপরোয়া ট্রাক চাপায় ঠিকাদার নুরু সিকদার নিহত।  শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নির্মাণ কাজের শুভসূচনা

রাঙ্গামাটিতে অটোরিক্সায় পুড়িয়ে দিল সশস্ত্র সন্ত্রাসীরা

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

রাঙামাটিতে একটি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়িতে এলাকায় এঘটনা ঘটেছে।

শুক্রবার (০৯ জুন) রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা রাঙামাটি সদরের দেপ্পাছড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা (রাঙামাটি থ- ১১-০৫৯৮) আগুন ধরিয়ে দেয় এবং এ ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরের বনরুপায় সড়ক অবরোধ করেন অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় ঘন্টাব্যাপি এ অবরোধে দুই দিকের শতাধিক গাড়ি আটকে পড়ে।

ক্ষতিগ্রস্থ অটোরিক্সাটির চালক রনেশ্বর দাশ জানান, রাঙামাটি শহরের বনরূপা থেকে তিনজন পাহাড়ি যাত্রীকে নিয়ে ঘাগড়া যাওয়ার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় পৌছলে অস্ত্রধারী কয়েকজন চাকমা যুবক সামনে এসেই গাড়ির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়। এসময় চালক ও এক যাত্রীকে টেনে দেপ্পোছড়ি একটি রাস্তার ভেতরে নিয়ে যায় এবং অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় সন্ত্রাসীরা দুই রাউন্ড গুলি আকাশে দিকে ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

রাঙামাটি অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, আমাদের চালক সমিতির সদস্য রনেশ্বর দাশকে সন্ত্রাসীরা হামলা করে তার গাড়ি পুড়িয়ে দিয়েছে। আমরা শহরের বনরুপায় অবরোধ করেছিলাম পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি। এর আগেও একই রকম ঘটনা ঘটেছে। চাঁদার দাবিতে এবং তাদের নির্ধারিত টোকেন না থাকলেই আঞ্চলিক দলগুলোর সশস্ত্র সন্ত্রাসীরা চালকদের গাড়ী পুড়িয়ে দেয়, অপহরণ করে এমনকি হত্যা করে। এর আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় তারা বারবার এসব করার সাহস পাচ্ছে।

রাঙামাটি অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, শহরের বনরুপা থেকে ঘাগড়ার উদ্দেশ্যে ৩টি সিএনজি ছেড়ে যায়। তৃতীয় নাম্বার সিএনজি অটোরিক্সাটি দেপ্পোছড়ি এলাকায় পৌঁছালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি গাড়িটিকে দাঁড় করিয়ে চাঁদার টোকেন চায়। গাড়ির চালক চাঁদার টোকেন দেখাতে ব্যার্থ হলে চালক এবং গাড়িতে থাকা যাত্রীকে মারধর করে সড়কের একপাশে নিয়ে যায় এবং গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক শহরের বনরুপাতে একটি প্রতিবাদ সভা করেছি এবং আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। ৭২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারসহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছি আমরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, একটি অটোরিক্সা রাঙামাটি শহর থেকে যাওয়ার সময় দেপ্পাছড়ি নামক এলাকায় পৌঁছালে সেখানে ৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা গাড়িটিকে আটকে চাঁদা টোকেন খুঁজে। পরে গাড়ির চালককে আটকে রেখে তাকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা গাড়ি ও চালককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park