অর্থনীতি ডেস্ক :
চলতি বছর বিশ্ববাজারে তাপীয় কয়লার দাম স্থিতিশীল হচ্ছে। প্রতি টনের দর স্থির হয়েছে ২০০ ডলারের কাছাকাছি। ২০২২ সালে রেকর্ড উচ্চতার পর যা অর্ধেকেরও কম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষক ও শিল্প কর্মকর্তারা বলছেন, গত বছর বিশ্বব্যাপী কয়লার বাজারে অস্থিরতা দেখা দেয়। তবে বর্তমানে সরবরাহ বেড়েছে। ফলে জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।
বিশ্লেষকরা আশা করছেন, এ বছর গড়ে বেঞ্চমার্ক নিউক্যাসল কয়লা সূচক দাঁড়াবে ১৭৫ থেকে ২১২ ডলারে। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর দ্রুতগতিতে জ্বালানি পণ্যটির দাম বেড়ে যায়।