Wed. Jun 23rd, 2021

সিলেটে দাখিল মাদ্রাসায় সন্ত্রাসী হামালার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিল।

মোস্তাক আহমদ সিলেট থেকে:

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ফুলতলী সমর্থিত পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার পুরস্কার বিতরণী জলসায় হামলার অভিযোগ উঠেছে একই এলাকার মিফতাহুল উলুম কওমী মাদরাসার ছাত্র, শিক্ষক ও সমর্থকের বিরুদ্ধে।

মিছিল শেষে আলোচনায়

হামলায় দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার জলসার প্যান্ডেল ও মাইক ভাংচুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্র- জনতা এ হামলার সাথে জড়িত দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।

দাখিল মাদ্রাসার সর্মথক বৃন্দ

সর্বস্তরের মুসলিম জনতা বলেন, এ দেশ হচ্ছে মুসলমানের দেশ, ওলি-আউলিয়া ও আলিম উলামাদের দেশ। এ দেশে কখনো সন্ত্রাসী ও জঙ্গিবাদের স্থান দেওয়া হবেনা। এ দেশ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ। সেখানে এরকম জঙ্গিদের কোন স্থান নেই। তাই দেশের শান্তি-শৃঙ্খলায় রক্ষায় হামলাকারীদের আইনের আওয়াতায় এনে উপযুক্ত শাস্তির দেয়ার জন্য দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com