ঝালকাঠিতে বিদ্যালয়ে জেলা পুলিশের অভিভাবক সমাবেশ

রিপোর্ট : ইমাম বিমান ঝালাকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ষাটপাকিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১আগষ্ট শনিবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা পুলিশ পারিবারিক সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে অভিভাবক সমাবেশ করেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ ফাতিহা ইয়াসমিন তার মূল্যবান বক্তব্যে অভিভাবকদের দৃষ্টি আকর্শন করে বলেন, আপনাদের সন্তানেরা কোথায় যায়, কি করে, ঠিক মত স্কুলে যায় কি না, নিয়মিত পড়াশুনা করে কি না, বা পার্কে আড্ডাবাজি করে কি না সে সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখবেন। আপনার সন্তানেরা সন্ধ্যার সাথে সাথেই ঘরে আসছে কি না সেদিকে খেয়াল রাখুন। উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ঝালকাঠি, এম.এম. মাহমুদ হাসান, পিপিএম (সেবা), অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।