Thu. Mar 23rd, 2023

যশোরের মনিরামপুরে আহাত ওবাইদুলের উপর হামলা কারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

মোঃ জাকির হোসেন,

যশোর জেলা প্রতিনিধিঃ

মনিরামপুর উপজেলার, হরিদাসকাটি ইউনিয়নের ভমরদাহ গ্রামের আজিবারের ছেলে আব্দুর রহমান (ওবাইদুল) কে জমি জায়গার বিরোধ নিয়ে গত শুক্রবার সকালে অতর্কিত হামলা করে একই গ্রামের মুজিবর রহমান (মজো), এর ছেলে নয়ন গাজী, কাজল গাজী, ও মুজিবর রহমান নিজে অতর্কিত হামলা চালায়, স্হানীয় সূত্রে জানা যায়, দির্ঘদিন যাবত জমি জায়গা নিয়ে দুই পরিবারের ভিতর তুমুল বিরোধ চলে আসছিলো, এমতাবস্থায় গত শুক্রবার সকালে ওবায়দুল জমির পাশ দিয়ে যাওয়ার সময়, নয়ন, কাজল, ও মজো মিলে পরিকল্পিত ভাবে ওবায়দুল এর উপর অতর্কিত হামলা চালাই, ওবায়দুলের ভাই আরিফের কাছ থেকে জানা যায়, নয়নের হাতে থাকা কুরাল দিয়ে ওবায়দুলকে কোপ মারে, এতে ওবায়দুলের মাথার বাম পাশের হাড় ভেঙ্গে যায়, এ মারামারির খবর পেয়ে আশেপাশের মানুষ ছুটে এসে তাদেরকে প্রথমে মনিরামপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়,
হাসপাতালে যাওয়ার পর, হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা তাকে দ্রুত যশোর সরকারি হাসপাতালে নিতে বলেন, সেখানে গেলে দায়িত্বরত কর্মকর্তা এই রুগীর চিকিৎসা এখানে সম্ভব না বলে, ঢাকায় নেওয়ার পরামর্শ দেন, এবং তাকে খুব দ্রুত ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করেন, সেখানে তার অপারেশন করার জন্য মাথা সিটি স্ক্যান করে দেখা যায়, ওবাইদুলের মাথার বাম পাশের হাড় ভেঙ্গে গেছে, এখন তিনি ঢাকা মেডিক্যাল এ চিকিৎসাধীন অবস্হায় আছেন, গ্রামবাসী, স্কুল, কলেজ, ও মসজিদের ইমাম, মুসাল্লিরা ওবাদুলের উপর হামলাকারীদের , শাস্তির দাবিতে রবিবার বিকালে সুবলকাটি ঈদগাহ ময়দানের পাশে ঢাকুরিয়া টু সুন্দলি রোডে মানববন্ধন করেন, মানববন্ধনে উপস্থিত বক্তারা ওবায়দুলের সাথে ঘটে যাওয়া নির্মম এই ঘটনার, তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই , সাথে সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই, মানববন্ধনে উপস্থিত বক্তারা হলেন, স্হানীয় ওয়ার্ড মেম্বার জনাব ইদ্রিস আলী, ঈদগাহ জামে মসজিদের ইমাম হাফেজ নুরুদ্দীন, সহকারী শিক্ষক আবু বকর, সুবলকাটি ওয়ার্ডের সাবেক মেম্বার সোহরাব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বজলুর রহমান, রাকিব, শাহিন হোসেন, প্রমূখ, এ ঘটনাকে কেন্দ্র করে মনিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে, যার থানা মামলা নং ১৯ তারিখ ১৭/০৩/২৩, আসামিরা হলেন, ১। মেহেদী হাসান নয়ন, ২। কাজল রানা, ৩। মজো ও ৪। হাসিনা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com