Fri. Mar 24th, 2023

চরফ্যাশনে তরমুজ চাষে সাফল্য

স্টাফ রিপোর্টার;

মিলি সিকদারঃতরমুজ চাষ করে সফল ভোলার চরফ্যাশনের কৃষকরা। আসন্ন রমজানকে সামনে রেখে সময়মত কৃষকরা তরমুজের চাষ শুরু করে। রোজার সাপ্তাহখানেক আগেই হাটবাজারে বিক্রি হচ্ছে মৌসুমী তরমুজ। বাজারে তরমুজের দাম এখন অনেক বেশি। তাই বেশি দাম পেয়ে খুশি কৃষকরা।

এবছর আবহাওয়া অনূকুলে থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগরে আগাম জাতের তরমুজের বাম্পার ফলন হয়েছে। বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিবনগরে গতবারের চেয়ে এবারও বেশি আবাদ হয়েছে তরমুজের।

আগাম জাতের তরমুজের বীজ মুলত পৌষ মাসে চাষাবাদ শুরু করতে হয়। আবহাওয়া অনুকুলে থাকলে ফাল্গুন মাসের শেষের দিকে তরমুজ/হরমুজ/বাংলালিংক জাতের বিক্রির উপযোগি হয়। কৃষক নুরনবী জানান, প্রতি একর জমিতে এবার খরচ হয়েছে প্রায় ৭০/৮০ হাজার টাকা। পাইকার ও আড়ৎ থেকে ক্রেতারা ক্ষেত থেকে তরমুজ কিনে নিয়ে যায় বিভিন্নœ এলাকায়। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা গতবারেরমত এবারও লাভবান হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছরে চরফ্যাশন উপজেলায় ১২ হাজার কৃষক ১৫ হাজার ৮২৭ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছে।

কৃষি কর্মকর্তা জানান, চরফ্যাশন উপজেলায় এবার গতবারের চেয়ে তরমুজের চাষাবাদ বেশি হয়েছে। কৃষি অফিস থেকে কৃষি কর্মিরা মাঠপর্যায়ে তরমুজ চাষীদের পরামর্শ দিয়েছেন এবং কৃষকদের সার্বিক সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com