বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার।

স্টাফ রিপোর্টারঃ
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর (১০৩) তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস (২০২৩) উদযাপন উপলক্ষে ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা যুবলীগ নেতা বশির উদ্দিন সিকদার এর নেতৃত্বে ১৭ই মার্চ শুক্রবার সন্ধ্যায় রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয় কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক বাবু সমির কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সহ- প্রচার সম্পাদক সেলিম সিকদার, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা, উপজেলা কৃষক লীগ দপ্তর সম্পাদক সোলাইমান মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী নাজমুল আলম চুন্নু, সহ-সভাপতি হুমায়ুন কবির, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বেলায়েত হোসেন জোমাদ্দার ও উপজেলা যুবলীগ নেতা মেহেদী হাসান শামীম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম , রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাহ্ফুজ প্রমুখ।