পঞ্চগড়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড় জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার ( ৩১ জুলাই ) দুপুরে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ আব্দুর রহিম এর বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা তথ্য অফিসার, মো: হায়দার আলী, পঞ্চগড় ধামেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খতিবর রহমান, কালিয়াগঞ্জ ইউপি সদস্য জবা রাণী প্রমূখ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্র্যান্ডিং’, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয় ।