Wed. Mar 29th, 2023

লৌহজং প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠনআহ্বায়ক মিজানুর রহমান, সচিব মানিক মিয়া

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  
মুন্সীগঞ্জের লৌহজং প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান ঝিলুকে (দৈনিক সমকাল) আহ্বায়ক ও মো. মানিক মিয়াকে (দৈনিক দেশ রূপান্তর) সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলত খান কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাবের সভাকক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার সঞ্চালনায় কার্যকরী সদস্যরা বক্তব্য রাখেন। সভায় লৌহজং প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি হওয়ায় সকলের সম্মতিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কন্ঠভোটে মিজানুর রহমান ঝিলুকে আহ্বায়ক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মানিক মিয়া সদস্য সচিব নির্বাচিত হন। 
সে সাথে মো. শওকত হোসেন (দৈনিক ইনকিলাব), ফৌজি হাসান খান রিকু (দৈনিক মুন্সীগঞ্জের খবর) ও রমজান হোসেন খান রকিকে (দৈনিক আমার সংবাদ) সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সাধারণ সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com