অর্থ আত্মসাৎ মামলায় কুয়াকাটা হুজুরের জামিন

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের বহুল আলোচিত এহসান গ্রুপের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের ৫ মামলায় ইসলামী বক্তা হাফিজুর রহমান (কুয়াকাটা) হুজুরকে জামিন দিয়েছেন আদালত।
২৫ জুলাই (সোমবার) পিরোজপুরের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান এ জামিনের আদেশ দেন।
জানা গেছে, এহসান গ্রুপের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ৫ টি মামলায় হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা হুজুর) হাইকোর্টের আগাম জামিনে ছিলেন।
২১ জুলাই (বৃহস্পতিবার) আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার ২ দিন আগে ১৯ জুলাই (মঙ্গলবার) তিনি পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদিক আহম্মেদ এর আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ২৪ জুলাই (রবিবার) জামিন শুনানীর জন্য দিন ধার্য্য করেন।
২৪ জুলাই (রবিবার) আসামী হাজির হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান আংশিক শুনানী করেন এবং ২৫ জুলাই (সোমবার) বাকী শুনানীর দিন ধার্য্য করেন। বাদী পক্ষের আইনজীবী শেখ আঃ রাজ্জাক বলেন, আমরা শুনানীতে জামিনের বিরোধীতা করেছি তারপরও আদালত জামিন দিয়েছেন। বিবাদী পক্ষের আইনজীবী হায়দার আলী বলেন, আদালত সবকিছু বিবেচনা করে বিবাদীকে জামিন দিয়েছেন।