Thu. Mar 30th, 2023

আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তিন দিনের ব্যবধানে আবারো মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ডের অদুরে তেতুলিয়া বাবলাতলি নামক স্থান থেকে একরাম মন্ডল নামের এক ধান চাল ব্যবসায়ীর মোটরসাইকেলটি চুরি যায়। এ ব্যাপারে থানায় অবহিত করা হলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ২১ জুলাই বিকেল ৪টায় আদমদীঘি হাজি তাছের আহমদ মহিলা কলেজে গেটের সামনে থেকে গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার আবু ছালেহ নামের এক ব্যক্তির ডিসকোভার-১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। এর  ৩দিন পর  গত শনিবার সন্ধ্যা ৭টায় একরাম মন্ডল নামের এক ধান চাল ব্যবসায়ীর ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল আদমদীঘির অদুরে বাবলাতলি নামক স্থানে মহাসড়কের পাশে চাতালের সামনে রেখে কাজ সেরে অল্প সময়ে ফিরে এসে দেখেন মোটরসাইলের লক ভেঙ্গে চোরেরা নিয়ে যায় বলে একরাম হোসেন জানায়। আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক রহমান মোটারসাইকেল চুরি সংক্রান্ত অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানায়, চুরি যাওয়া মোটারসাইকেল উদ্ধারে তৎপরতা চলছে।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়:২/২৫ ইষ্টার্ন প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা,সিলেট-৩১০০।
+8801712-783194
dailyhumanrightsnews24@gmail.com