পঞ্চগড়ে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের নতুন কমিটি গঠন

উমর ফরুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার বি- ২০০২ এর সদর উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এসময় মো: মহসিন আলী কে সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক করে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২২ জুলাই ) সন্ধ্যায় সদর উপজেলার মিলন বাজারে এই কমিটি গঠন করা হয় । এসময় উপস্থিত ছিলেন জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার বি- ২০০২ এর সভাপতি মো: আব্দুল আজিজ নেন্দ, সহ সভাপতি, মো: আমজাদ হোসেন, সড়ক সম্পাদক মো: এনামুল হক, এবং জেলার সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। এ কার্য্যকরী কমিটি জেলার সভাপতি আব্দুল আজিজ নেন্দ অনুমোদন দিয়েছেন। এবং তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উনন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ আনোয়ার সাদাত সম্রাটের হাতকে শক্তিশালী করতে এ কমিটি গঠন করা হয়েছে। এবং বাকি চার উপজেলায় খুব শীগ্রই এই কমিটি গঠন করা হবে।