Thu. Mar 30th, 2023

জ্বালানি ও বিদ্যু সাশ্রয়ের লক্ষ্যে মোংলা পোর্ট পৌরসভার ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা জ্বালানি ও বিদ্যু সাশ্রয়ের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মোংলা পোর্ট পৌরসভা।
মঙ্গলবার (২০ জুলাই) পৌর মেয়র শেখ আব্দুর রহমান পৌরসভার সমানে সাইকেল মহড়ার আয়োজন করেন এবং পৌর সভার গাড়ি ব্যবহার না করে পায়ে হেটে অফিসে এসেছেন তিনি।
একই সঙ্গে পৌর সভার সকল কাউন্সিলর কর্মচারীরা যারা মটরসাইকেলের পরিবর্তে বাইসাইকেল ব্যবহার করে অফিসে এসেছেন। এ ছাড়া পৌর সভার এসি, বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতে কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন পৌর মেয়র।  
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, আমরা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা যারা মটরগাড়ি ব্যবহার করি তারা সবাই সাইকেলে করে অফিস করবো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এভাবেই অফিস করবো।
প্রধানমস্ত্রী ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে পৌরবাসিকে জ্বালানি ও বিদ্যু সাশ্রয়ে উদ্ভুদ্ধ করতে এ উদ্যাগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা পৌর্ট পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। 
মোংলা পোর্ট পৌরসভার প্রথম নেয়া এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও দেশ প্রেমে উদ্ভুদ্ধ হবেন বলে মনে করেছেন কাউন্সিরবৃন্দ ও সচেতন মহল।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়:২/২৫ ইষ্টার্ন প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা,সিলেট-৩১০০।
+8801712-783194
dailyhumanrightsnews24@gmail.com