Wed. Mar 29th, 2023

পঞ্চগড় জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী, প্রেসব্রিফিং এ জেলা প্রশাসক


উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম,  মঙ্গলবার ( ১৯ জুলাই )  দুপুরে  পঞ্চগড় সদর উপজেলায় মাহান পাড়া গুচ্ছগ্রামে সাংবাদিকদের নিয়ে এক প্রেসব্রিফিং করেন।  এ সময় উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর কার্যালয়ের উপ- প্রেস সচিব হাসান জাহিদ তুষার , মনিটরিং অফিসার মো: নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক,  তথ্য অফিসার মো: হায়দার আলী,  পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ ,  সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তিনি ব্রিফিংএ বলেন,গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোঁজার ঠাঁই, হয়েছে স্থায়ী ঠিকানা। জীবন মানে এসেছে পরিবর্তন। পঞ্চগড় জেলায় বিভিন্ন গুচ্ছগ্রামে গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক, তিনি বলেন , প্রধানমন্ত্রীর আয়শ্রণ প্রকল্পের আওতায় জেলায় মোট ৪৮৫০টি পরিবারকে গৃহ ও দুই শতক জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সব ‍সুযোগ সুবিধা সম্বলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে। তাছাড়া  পঞ্চগড় জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার দ্বারপ্রান্তে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্সুয়ালী পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।  পঞ্চগড় জেলা এই কাজের অংশ হিসেবে তারা সত্যিই গর্বিত  বলে উল্লেখ করে বলেন, দু বছর ধরে নিবিড়ভাবে কাজগুলো শেষ করা হয়েছে। প্রাথমকিভাবে ১ম  তালিকায় ১০৫৭ জনের তালিকা নিয়ে কার্যক্রম শুরু করা হয়। এবং ২ য় পর্যায়ে ১৩৫৯ টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে। এবং ৩ য় পর্যায়ে ২৪৩৪ জন  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘরগুলো জেলার ১৭৬ টি স্পটে নির্মাণ করা হয়েছে। এই কাজ করতে যেয়ে সরকারের ৭৩.২১ একর খাস জায়গা উদ্ধার করা হয়েছ। ভূমিহীনদের ঘর দেওয়ার এই কাজ ভবিষতেও অব্যাহত থাকবে বলে জানান। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সুধি সমাজ সবাই এ কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং সহায়তা করেছিলেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। মানুষ যেকোনো সময় ভূমিহীন ও গৃহহীন হতে পারে। সে কারনে এ কাজ চলমান রাখা হবে। জেলায় এখনো খাস জমি রয়েছে যদি কোথায় গৃহহীন মানুষ পাওয়া যায় তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com