Wed. Mar 29th, 2023

গলাচিপায় ইসমাইল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ।

গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের মুদি দোকানদার ইসমাইল হাওলাদারের হত্যাকারী সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। রবিবার  (১৭ জুলাই) সকালে পশ্চিম কাচারিকান্দা গ্রামের মাটিভাঙ্গা বাজার সড়কে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় নারী পুরুষসহ প্রায় ৪ শতাধিক জনতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি সম্বলিত পাস্টার,  ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসামীদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন- স্হানীয় বাসিন্দা রিয়াজ খলিফা, সুশীল বেপারী, জাহাঙ্গীর হোসেন, নিহতের মেয়ে নাজমুন নাহার ও নাতনী সূচনা আক্তার। এসময় বক্তরা অভিযোগ করে বলেন, মুদি দোকানদার ইসমাইল হাওলাদার হত্যার ৩ মাস পেরিয়ে গেছে এখনও সকল আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া প্রধান আসমী রফিক মাল­ সহ ৩ জন গ্রেফতার হলে ও দু’জন আসামী মো বাহাউদ্দীন ও নূর মাহাম্মাদ আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদী পক্ষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্বজনরা। তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রশাসনের নিকট আবেদন জানান দ্রুত সকল আসামী গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার।মানববন্ধনে নিহত ইসমাইল হাওলাদারের মেয়ে নাজমুন নাহার তার বাবার হত্যাকারী সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন। তিনি বলেন, ‘আমার বাবাকে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ এখন পর্যন্ত সকল আসামীদের গ্রেফতার করেনি। ৪ জন আসামী গ্রেফতার করলে ও দু’জন আদালত থেকে জামিনে বের হয়ে গেছে। আমাদের কষ্ট হয় আসামীরা জেল থেকে বের হয়ে প্রকাশ্যে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য, পাওনা টাকা চাওয়ায় গত ১ এপ্রিল ২০২২ রাতে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের স্হানীয় মুদি দোকানদার ইসমাইল হাওলাদার কে পিটিয়ে হত্যা করে একদল দুর্বত্তরা। এসময় রফিক মোল্লার নেতৃত্বে দুর্বত্ত বাহিনী দোকানে হামলা ও ভাংচুর চালায়। নিহত ইসমাইল ওই ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত ইসমাইলের পুত্র রাকিব হাওলাদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ১০/১৫ জনক অজ্ঞাত আসামী কর গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com