সান্তাহার জিআরপি থানায় চোর চক্রের চারজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) চোর চক্রের দলের সদস্য সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে বিভিন্ন যাত্রীবাহি ট্রেনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃরা নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ^রদী গ্রামের বেলাল হোসেনের ছেলে সোহেল (৪০), দিনাজপুর জেলাল ফুলবারি উপজেলার পশ্চিম বাসুদেবপুর গ্রামের জুয়েলের ছেলে মানিক (২৪), বগুড়া জেলার চকসুত্রাপুর গ্রারে রমজান আলীর ছেলে জনি শেখ (৪৩) ও জয়পুরহাট সদরেরসাগরপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৪৩)।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম জানান, গত বুধবার রাতে চলাচলকারি বিভিন্ন যাত্রীবাহি ট্রেনে পৃথক অভিযান চালিয়ে চোর চক্রদলের সদস্য সন্দেহে উল্লেখিত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা ট্রেনে বগিতে যাত্রীদের মালামাল চুরিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করতো। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা দায়ের করে গত বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে