দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ কুতুব আর নেই

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট সালিশি ব্যাক্তিত্ব জামালপুর গ্রামের আব্দুর রশিদ কুতুব (৭৫) বুধবার (১৩ জুলাই) সকাল ৯ টা ৫০ মিনিটের সময় সিলেট শহরস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কিছু দিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনির ২ স্ত্রী ৪ কন্যা ও ৪ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সন্ধ্যা ৬ টায় জামাল পুর দক্ষীণ পাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।জানাজার আগে মরহুমের স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর,গহর পুর জামেয়ার মোহতামিম মোছলেহ উদ্দিন রাজু, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সামছ উদ্দিন সামস,ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম,সাবেক চেয়ারম্যান আ ফ ম শামিম, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জলাল পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলেমান হুসেন,দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান,প্রমুখ। জানাজায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।