Sat. Mar 25th, 2023

হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের সকল শ্রেণী পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট নগরীর কদমতলী মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি সবাইকে জানান ঈদ মোবারক।ঈদ  শুভেচ্ছা বার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন,  ঈদ মানে আনন্দ, যা ঘুরে ঘুরে আসে। মুসলমানের দুটি ঈদ। ঈদুল ফিতর বা রোজার ঈদ এবং ঈদুল আজহা বা কোরবানির ঈদ। নবীজি (সা.) বলেন, প্রত্যেক জাতির উৎসব আছে, আমাদের উৎসব হলো এই দুই ঈদ। (মুসলিম, তিরমিজি)।
ত্যাগের মহিমায় ভাস্বর এবারের এবারের ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। পাহাড়ি ঢলে বৃহত্তর সিলেট ও উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এখনো হা হা কার বিরাজ করছে। মহামারি করোনা ভাইরাসও বাড়তে শুরু করেছে। মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা ঈদুল আজহার উছিলায় আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুণ।
ঈদের আনন্দ সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করেন দুধরচকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com