মোবাইল শপ দূরবীন মার্টের রংপুর শাখা উদ্বোধন

উত্তরের বিভাগীয় নগরী রংপুরে উদ্বোধন করা হয়েছে মোবাইল শপ ‘দূরবীন মার্ট’। শুক্রবার (৮ জুলাই) বিকেলে রংপুর প্রেসক্লাব বিপণী বিতানের চতুর্থ তলায় বর্ণিল আয়োজনে নতুন এ শো-রুমের উদ্বোধনী আয়োজন করা হয়।
ফিতা কেটে ‘দূরবীন মার্ট’ মোবাইল শপের উদ্বোধন করেন রংপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোনাব্বর হোসেন মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সংবাদ ও সংস্কৃতিকর্মী ফরহাদুজ্জামান ফারুক, কণ্ঠশিল্পী অন্তর রহমান, সিনিয়র ফটোসাংবাদিক আসাদুজ্জামান আফজাল।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব বিপণী বিতানের সভাপতি রুস্তম আলী, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, রংপুর দপ্তর সম্পাদক একেএম সুমন মিয়া, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল মোকাররবিন হিমেল, ফটোসাংবাদিক রাশেদ রাব্বী প্রমুখ।
উদ্বোধনের পর দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। পরে দূরবীন মার্টের সমৃদ্ধিসহ গ্রাহকের সন্তুষ্টি অর্জন ও ব্যবসায়িক বিস্তৃতির প্রত্যাশা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথিরা।
এ বিষয়ে দূরবীন মার্টের ব্রান্ড অ্যাম্বাসেডর কণ্ঠশিল্পী অন্তর রহমান বলেন, দূরবীন মার্ট শুধু মোবাইল শপ নয়। এটি রকমারি পণ্য সামগ্রীর সরবরাহ ও বিক্রয় প্রতিষ্ঠান। আমাদের বেশিরভাগ পণ্যই অনলাইনে বিক্রি হয়। যে কেউ অনলাইন প্লাটফর্ম গিয়ে পছন্দের পণ্য সামগ্রী অর্ডার করে কিনতে পারবেন।
তিনি আরও বলেন, দূরবীন মার্টের পণ্য কিনতে গ্রাহককে নগদ কোনো অর্থ প্রদান করতে হয় না। শুধু ডেলিভারি চার্জ দিলেই আমরা পণ্য নিশ্চিত করছি। এরপর গ্রাহক পণ্য হাতে পাওয়ার পণ্যের মূল্য পরিশোধ করবেন। আমরা মূলত গ্রাহকের সন্তুষ্টি অর্জনে বেশি গুরুত্ব দিচ্ছি।
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে দূরবীন মার্টের অনলাইন শো-রুম রয়েছে। রংপুরে এটি প্রতিষ্ঠানটির মোবাইল শপের প্রথম শাখা। ##