শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জে অসহায় বন্যার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে ১০০ জন অসহায় বন্যার্ত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. মানিক মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ফররুখ আহমদ, সেলিম আহমদ, শিমুলবাক ইউনিয়ন যুবলীগ নেতা তৈয়বুর রহমান তুহিন সহ স্থানীয় আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##