শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ

কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের পক্ষ থেকে শান্তিগঞ্জে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ, গোবিন্দপুর ও তেরহাল গ্রামের ২০০ বানভাসি মানুষের মাঝে এসব শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের নির্বাহী কমিটির সদস্য সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. মানিক মিয়াসহ আরও অনেকেই।##