খুলনার কয়রায় সুন্দরবনে বিষ দিয়ে ধরা ১৫০০ কেজি চিংড়ি মাছ বিনষ্ট, আটক (৮)

গাজী নজরুল ইসলামঃ
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নিষিদ্ধ এলাকার খালে বিষ দিয়ে আহরোন করা প্রায় দেড় হাজার কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে। এ সময় স্থানীয় জনতারা টের পেয়ে ৯ জনকে ধরে মহারাজপুর ইউনিয়ন পরিষদে সোপর্দ করে । আজ বৃহস্পতিবার ভোরে কয়রা উপজেলার মাদারবাড়িয়া বটতলা থেকে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের স্থানীয় মহারাজপুর ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকটি নছিমনে করে মাছ নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে সেখানে গিয়ে চিংড়ি মাছ ভর্তি চারটি নছিমন জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য অফিস এবং স্থানীয় প্রশাসনকে এ ঘটনা জানানো হয়। তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তিতে জানা গেছে মাছগুলো সুন্দরবনের মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের, তার নির্দেশে এ মাছ মৎস আড়তে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃত মাছ মাটিতে পুতে কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পহেলা জুন থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সেখানে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ব্যবসায়ীরা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছেন।