শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধিঃ সাভারে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর মাধ্যমে শিক্ষক সমাজকে অপমানিত করাসহ দেশ ব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন (বৃহস্পতিবার) পিরোজপুর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু মূরাল চত্বরে সংগঠনের পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকতিয়ার হোসেন পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইশ্বর চন্দ্র দাস এর সঞ্চালনায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন খান, পিরোজপুর সদর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মঞ্জুর আহমেদ সরদার, মঠবাড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মোতালেব হোসেন, পিরোজপুর সদর উপজেলা শাখার সহসভাপতি অধ্যাপক দিলীপ কুমার মাঝি, নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মৃদুল কান্তি মাঝি ও নাজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মিরাজুর রহমান প্রমুখ।
বক্তাগণ শিক্ষক হত্যা ও শিক্ষক লাঞ্চিত করার অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও দোষীদের বিচার বিভাগীয় তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তিসহ নির্যাতিতদের নিরাপত্তা বিধানের ব্যবস্হাগ্রহণ এবং সমাজকে অস্থিতিশীল করার অপচেষ্টাকে চিরতরে বন্ধ করার জন্য সরকারের নিকট আহ্বান জানান। বক্তাগণ আরো বলেন যে,শিক্ষক সমাজের সাথে আজ পুরো জাতি ব্যথিত,অপমানিত ও হতভম্ব। এধরণের ঘটনাসহ ধর্মীয় সংবেদনশীল বিষয়গুলোকে ইস্যু করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিষয়ে সরকারকে সর্তক থাকার ও আহ্বান জানান, অন্যথায় সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে।