গলাচিপায় শিক্ষার্থী মিম হত্যা মামলার অভিযোগে গ্রেফতার-২গলাচিপা

(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার মিম হত্যার অভিযোগে মো. কালাম গাজী (৩৫) ও তার স্ত্রী রানী বেগম (৩০) নামের দুই জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গত ২৯ জুলাই ২০২২ইং বিকেলে নিহত মিমের মা মোসা. রেখা (কনা) বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ আরও অজ্ঞাত ৩ জনকে আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে রাতেই পুলিশ মামলার প্রধান অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মামলার বাদীর একই এলাকায় বসবাসরত উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সূহরী গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাত দশটার দিকে অসৎ উদ্দেশ্যে মিমকে ২ হাজার টাকা দিয়ে প্রতিবেশী রানী বেগম তার বাড়িতে নিয়ে যায়। এসময় মিমের মা নানা বাড়িতে ছিলেন এবং তার বাবা ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।উল্লেখ্য নিহত শিক্ষার্থী গত ২৬ জুন ২০২২ ইং তারিখ রাতে নিখোঁজ হয়। তিন দিন পরে ২৯ জুন ২০২২ ইং সকাল ১০ টার দিকে তার মরদেহ বাড়ির পাশের মুশুরীকাঠী স্লুইজগেট সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।এ ব্যাপারে গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। ##