গলাচিপায় নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্বার

। ইশরাত মাসুদ,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯জুন) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের সিকি সুহরী গ্রামের স্লুইজ গেট সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে আফসানা আক্তার মিম (১৩) সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও মৃতের পারিবার সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মিম। সকালে মিমের মা মিমকে ঘরে না দেখতে পেয়ে বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনকে বিষয়টি জানায়। তবে অনেক খোঁজাখুঁজি করে গত দুইদিনেও তাকে খুঁজে পায়নি পরিবার। স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মিমের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার হোসেন জানান, স্কুলছাত্রী মিম নিখোঁজের ঘটনায় গতকাল সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি করে। সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।