মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গাজী নজরুল ইসলামঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আজ ২৬ ই জুন সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। উক্ত আলোচনা সভায় সকল অতিথি সহ বক্তব্য প্রদন করেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মনজুর হোসেন লাভলু প্রমুখ।এ সময় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।