Wed. Mar 29th, 2023

মন্ত্রীর ফোনে বিরল প্রজাতির কাছিম উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত


মোঃএরশাদ হোসেন রনি, মোংলা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারের ফোন পেয়ে রামপাল থেকে বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। 
শুক্রবার (২৪ জুন) দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন এলাকার স্থানীয় ইউপি সদস্য মজিত এর ছেলে আশিক এর বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, কচ্ছপটির বয়স আনুমানিক ২ বছর এবং ওজন প্রায় ৪৫০-৫০০ গ্রাম হবে।
আজাদ কবির বলেন, রামপাল উপজেলার রনসেন এলাকার মজিদ মেম্বারের ছেলে আশিক এর বাড়িতে কচ্ছপটি আছে। উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। পরে দুপুরে আমি ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করি।
তিনি আরো বলেন, এগুলি সাধারনত মিষ্টি পানির, যেসব এলাকায় ধানের ক্ষেত আছে সেখানে পাওয়া যায়। এগুলি আগে প্রচুর পাওয়া যেতো। এখন খাওয়ার জন্য এই কচ্ছপগুলি বিলুপ্তির পথে। এখন দু একটা পাওয়া যায়, হয়তো মা কচ্ছপ আছে সেখান থেকে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com