মোংলায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
বাগেরহাটের মোংলায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে।
আজ শুক্রবার (২৪ জুন) আনুমানিক ১০:৩০ মিঃ উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি কাটাখালী এলাকার নাজমুল শেখের শিশু কন্যা নাদিরা খাতুন (৩) কে একই এলাকার মৃত নুর মোহাম্মদ সরদার এর ছেলে মোঃ মৌজালি সরদার (৬০) এর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, শিশু নাদিরা খাতুন নানী তাসলিমা বেগম (৪৫) এর সাথে পাশের মাছের ডিপোর মালিক রকিব শেখের বাড়ীতে যায়। একই বাড়ীর পাশে হওয়ায় শিশুটি খেলতে খেলতে ধর্ষণের চেষ্টাকারী মৌজালি সরদারের কাছে গেলে তাকে ধরে মৌজালির পুরুষাঙ্গ নাদিরার মুখে জোর করে ঢোকানোর চেষ্টা করে।
কিছুক্ষণ পর এসে নাদিরার নানী মৌজালি সরদারকে কাপড় খোলা ও ঐ অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে মোংলা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থলের পাশে থেকে ধর্ষণের চেষ্টাকারী মৌজালি সরদার কে গ্রেফতার করে মোংলা থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টাকারী মৌজালি সরদার ও শিশু নাদিরা পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় (ধর্ষণ চেষ্টায়) একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।