কয়রায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত,বাসে আগুন।

মোক্তার হোসেন। কয়রা খুলনা প্রতিনিধি।১৪ জুন। মঙ্গলবার।খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রমজান আলী নামে (১৪) বছরের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ দুপুর ৩ টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত স্কুল ছাত্র বামিয়া গ্রামের কিনু সরদারের ছেলে।সে বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রমজান আলী সাইকেল যোগে বিদ্যালয় থেকে বাড়ীতে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পাইকগাছা গামি একটি দ্রুতগামী বাস স্বজোরে তাকে ধাক্কা দিলে সে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে।এবং তার মাথা বাসের সামনের চাকার নিচে উঠে যায় সে ঘটনা স্হলে মারা যায়।
নিহতের খবর পেয়ে এলাকাবাসী ও স্কুল ছাত্র ছাত্রীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এ বি এম এস দোহা ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও স্হানীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু স্কুল ছাত্র রমজানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা দিয়ে,শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।