চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

গাজী নজরুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রার আমাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৩ ই জুন সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও পবিত্র গীত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন এস এস সি পরীক্ষার্থী মোছাঃ সানজিদা খাতুন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন পরীক্ষার্থী জগবন্ধু মন্ডল। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমারের সভাপতিত্বে ও এসএসসি পরীক্ষার্থী মোঃ ইনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি: মনীন্দ্রনাথ বৈরাগী , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি: উদ্ধব কুমার ঢালী, সহকারী শিক্ষক মিস্টার গৌরপদ সানা, মিঃ অনুপ কুমার বাছাড়, ম্যানেজিং কমিটির সদস্য গাজী নজরুল ইসলাম, বক্তব্যে বক্তারা পরীক্ষার্থীদের ভাল রেজাল্ট করার প্রত্যয়ে বিভিন্ন দিকনির্দেশনার বিষয়ে বিশাদ আলোচনা করেন, বিদায়ী ছাত্র ও ছাত্রীরা তাদের চলার পথেই ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার এবং দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, বিশ্বজিৎ বাবু, নিরোদ বাবু, বিনয় বাবু সহ বিদ্যালয় শিক্ষক ছাত্র ছাত্রী ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে উক্ত বিদায় অনুষ্ঠানে ১০২জন ছাত্রছাত্রী বিদায়ী সংবর্ধনা গ্রহণ করেন।