পটুয়াখালী জেলা ইমাম পরিষদের আহবানে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালি সদর উপজেলা প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।
পটুয়াখালী জেলা ইমাম পরিষদের আহবানে স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত: ভারত সরকারের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:)সম্পর্কে কু-রুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জেলা ইমাম পরিষদের আহবানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা স্থানীয় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে জড়ো হতে থাকে। জেলা ইমাম পরিষদের সভাপতি ও স্থানীয় বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম গোরস্থান জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন আহমেদ, কলের পুকুর পাড় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস , চরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম, একোয়ার স্টেটস জামে মসজিদের খতিব মাওলানা মোখলেছুর রহমান , বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন আজমী, থানা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহসান ঈছারুহুল্লাহ, জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর, মদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ, গুলবাগ জামে মসজিদের খতিব মাওলানা সাব্বির আহমেদ।
সমাবেশে বক্তারা বর্তমান চলমান সংসদে মহানবী হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানাতে নিন্দা প্রস্তাব ও সমাবেশে উপস্থিত সকলকে ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান জানান।