মহানবী কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পাইকগাছা ইমাম পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

গাজী নজরুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাশীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দলের কুটুক্তির প্রতিবাদে খুলনার পাইকগাছাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদ।গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিন টায় পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে পৌরসভা চত্বরে হাজির হয় তৌহিদী জনতা। পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা রাইসুল ইসলাম, গাজী জুনায়েদুর রহমান, মোঃ শামসুদ্দিন, মোঃ আবু সাদেক, সাইদুল ইসলাম, ইব্রাহিম খলিল, গোলাম রাব্বানী, মোঃ আব্দুল্লাহ, আব্দুল মালেক, আব্দুস সালাম, মোঃ ওলিউল্যাহ, মনিরুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুল হাই, হারুন অর-রশিদ, আব্দুল মান্নান, আব্দুল হক, হাবিবুল্লাহ, কামরুল হুদা, মোঃ আব্দুর রশিদ, আকবার আলী, মোঃ রফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সাইদুজ্জামান, আব্দুস সাত্তার, আব্দুর রকিব, মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম তুহিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মুসলমানের কলিজায় আঘাত দিয়ে অতিতেও এ ধরনের দৃষ্টান্ত দেখিয়েছে বিজেপির নেতৃবৃন্দ। পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকতে মহানবীর অপমান সহ্য করতে পারে না কোন মুসলমান। অনুষ্টিত এ প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে বক্তারা বলেন,ভারতীয় দুই নেতার এরকম বক্তব্যে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে আমরা অবিলম্বে ভারতের ক্ষমতাশীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই কুলাঙ্গার নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।