চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গাজী নজরুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় ১নং আমাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ৬জুন সোমবার, সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়েন নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষক সদস্য অসিত কুমার ঢালী, নিরোদ কুমার মন্ডল, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য, সুচিত্রা হালদার, অভিভাবক সদস্য গাজী নজরুল ইসলাম, কালীপদ ঢালী, অপূর্ব সরকার, সন্ন্যাসী মন্ডল ও সংরক্ষিত মহিলা সদস্য, সুষমা সরকার। বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি সহ ছাত্র/ছাত্রীদের সার্বিক সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সভায় সকলের মতামতের উপর ভিত্তি করে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে ১নং আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জিয়াউর রহমান জুয়েল এর সহধর্মীনি মোছাঃ নাজমা বেগম কে কো-অপ্ট করা হয়।