নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ,(দিনাজপুর),প্রতিনিধিঃনবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সম্পাদকের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ।
গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অংগসংঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে । মিছিল টি সদরের উপজেলা ফটক, হাসপাতাল মোড় সহ স্বপ্নপুরী মোড় প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে উপজেলা আঃ লীগের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ইসলাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক দিলীপ কুমার, মেহেদী হাসান, সাবেক ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ সহ সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক প্রমূখ ।