Fri. Mar 24th, 2023

কুয়াকাটা সৈকতে নিখোঁজ, উদ্ধার চেন্নাইয়ে”


মোঃ শামীম জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গেল ২৭শে জুন ফিরুজ সিকদার (২৭) পিতা মৃত মিলন সিকদার সর্ব সাং আমখোলা,গলাচিপা,পটুয়াখালী।বন্ধুদের সাথে সমুদ্র সৈকত কুয়াকাটায় সাতার কাটার  উদ্যোশে পানিতে নামলে জোয়ারের ঠেউতে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। সেই থেকে তাকে অনেক খোজাখুজি করে তার আত্মীয় স্বজন সহ ফায়ার সার্ভিস ডুবুরিরা সহ কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকাদর। তার বরাত দিয়ে ভাই মাসুম বলেন, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সাগরে ভেসে যান ফিরোজ।পরে সাগরে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতীয় প্রশাসনের জিম্মায় রয়েছেন। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে।   নিখোঁজের ৭ দিন পর শনিবার (৪ জুন) দুপুরে তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ফোন দিয়েছেন বলে জানিয়েছেন তার বড় ভাই মাসুম সিকদার। নিখোঁজের ৭ দিন পর শনিবার (৪ জুন) দুপুরে তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ফোন দিয়েছেন বলে জানিয়েছেন তার বড় ভাই মাসুম সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com