কয়রায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাজী নজরুলইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কয়রা খুলনার কয়রা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিক্ষোভ মিছিলটি ৪ জুন শনিবার বেলা ১২.৩০ ঘটিকায়, কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড মোশারফ হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, আব্দুর রকিব গাজী, মোঃ শওকাত হোসেন, মোঃ ফজলুল হক, সাবেক ছাত্রলীগ নেতা তাসলিম আরিফ পলাশ, রোকনুজ্জামান কাজল, নিউটন, গাজী নজরুল ইসলাম, মোঃ রমজান আলী, হুমায়ুন বিন বাদশা রিপন, ইমরান হোসেন জাকি, মোঃ শাহদাৎ হোসেন, দিবাশীষ কুমার, পঞ্চরাম বিশ্বাস, মোঃ শাহ আলম, মোঃ পলাশ, মনতোষ রায়, ইমরান হাসান ডালিম, মেহেদী হাসান, ধর্মদাস বাহাদুর, সুমন আহমেদ, নুর মহাম্মদ রুবেল, উদয় কুমার বৈদ্ধ, কামাল হোসেন, জয়, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান রাজা,প্রদীপ কুমার মন্ডল, সজিব আহমেদ, মমিন প্রমুখ।এ সময় বক্তারা তাদের মূল্যবান বক্তব্য শেখ হাসিনার মেগা প্রকল্পের উন্নয়ন ধারাকে বিঘ্ন সৃষ্টি করার লক্ষ্যে যে ষড়যন্ত্র করার পাঁয়তারা চালাচ্ছে তাহ নীরবে সহ্য করা হবে না। শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে, বিএনপি জামাতের দোসরদের কুরুচিপূর্ণ বক্তব্য প্রতিহত করবো ইনশাআল্লাহ।