পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পাধীন এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের যৌথ আয়োজনে কুমারভোগ পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) খোন্দকার মো. রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) মো. রজ্জব আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মরিয়ম আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ৬০ দিন প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থী ৩০ জন নারীর প্রত্যেককেভাতা হিসেবে ২৫ হাজার টাকা এবং ৪৫ দিন প্রশিক্ষণপ্রাপ্ত অন্য ৩০ জন নারীর প্রত্যেককে ১৯ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। সচিব মেজবাহ উদ্দিন পদ্মা সেতুর জন্য বসতবাড়ি-জমি অধিগ্রহণ করা ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আপনারা বাড়িঘর, জমিজিরেত বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। সচিব মেজবাহ উদ্দিন এর আগে বিকাল ৩টায় মেদিনীমণ্ডল গার্লস কলেজে স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ফলে প্রকল্পাধীন এলাকার বিপুলসংখ্যক মানুষ তাদের পেশা হারায়। এক জরিপের মাধ্যমে ৫ হাজার ১৬৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৩৭টি পেশার মাধ্যমে জীবিকা নির্বাহের প্রশিক্ষণ গ্রহণের জন্য বাছাই করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলো ছিল- ক্ষুদ্র ব্যবসা, মাছ চাষ, মোবাইল ও টিভি মেরামত, ফ্রিজ ও এসি মেরামত, ওয়েল্ডিং, ইলেকট্রিক ওয়ারিং, পাটজাত পণ্য উৎপাদন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, ক্রাফটিং, স্কিন এন্ড ব্লক বুটিক, গরু ছাগল পালন, গাড়ি ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ। #