মোংলা পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা বাগেরহাটের মোংলা পৌর যুবলীগের উদ্যোগে যুবলীগ নেতা কর্মীদের নিয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় মোংলা আ’লীগের কার্যালয় এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন।
এ সভায় যুবলীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের ব্যাপারে অলোচনাসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় ও সকল ওয়ার্ডের কমিটির তারিখ ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আঃরহমান,আরো উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কবির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শেখ সহ মোংলা পৌর যুবলীগের নেতৃবৃন্দ। ###