কয়রায় আমাদী বাজার সরকারি কবরস্থানের শুভ উদ্বোধন

খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নে, আমাদী বাজার সংলগ্ন সরকারি কবরস্থানে শুভ উদ্বোধন অনুষ্ঠান ২৬শে মে ২০২২, শনিবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ১নং আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী, কয়রা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গনি সরদার, আওয়ামী লীগ নেতা বাবু মির্নাল কান্তি ঘোষ, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম সানা, উপজেলা শ্রমিকলীগ নেতা মাষ্টার হাবিবুর রহমান, মিন্টু আল মাহমুদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শেহের আলী মোল্ল্যা, সাবেক ২নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু বিশ্বজিৎ কুমার সিনহা, মোঃ ইউনুস সরদার, সাইফুল সরদার, মোঃ রফিকুর সরদার (রফি), কামরুল ইসলাম সরদার, রজব আলী সরদার, ইব্রাহিম সরদার, মুক্তার হোসেন গাজী, ইয়াকুব মোল্লা প্রমুখ আমাদী উনিয়ানে সরকারি কবরস্থান হওয়ায়, ইউনিয়নবাসী উপজেলা চেয়ারম্যানকে সাধুবাদ জানান। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।