Wed. Mar 29th, 2023

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ,(দিনাজপুর), প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে (২৭ মে),শুক্রবার অনুমান সময় সকাল ৯.৩০-১০.০০ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে গলায় ওড়না পেচিয়ে  ফাঁস লাগানো অবস্থায় মানিক মিয়া(২৫) নামক  একজন যুবকের  লাশ তার নিজ বসতঘর হতে উদ্ধার করা হয়। ভিকটিম নবাবগঞ্জ থানাধীন বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামের মোঃ আজিজার রহমানের ছেলে।জানা যায় যে,গত ইং ২৭/০৫/২০২২ ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় সকালের খাবার খাবার শেষে তার স্ত্রী মোছাঃ বৈশাখী বেগমকে আত্মীয়র বাড়িতে পাঠায়। কিছুক্ষণ পর আত্মীয়র বাড়ি থেকে এসে দেখতে পায় যে, বাড়ির ভেতর হতে দরজা আটকানো।অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেলে স্থানীয় লোকজন প্রাচীর টপকায় বাড়ির ভেতরে প্রবেশ করে গেট খুলে দিলে মানিক মিয়ার শয়ন ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখা যায়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় মানিক মিয়া তার শয়ন ঘরের ভেতরে গলায় ওড়না পেচিয়ে ঘরের বর্গার সহিত ফাঁস টানা অবস্থায় ঝুলে আছে। উপস্থিত লোকজন দ্রুত তাকে ঘরের বর্গা হতেন নামিয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অদ্য তারিখ ১০.০০ ঘটিকার সময় তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করে।  অত্র ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com