“পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গোসল করতে নেমে যুবক নিখোঁজ”
মোঃ শামীম জেলা প্রতিনিধি পটুয়াখালী।
গলাচিপা উপজেলা ১নংআমখোলা ইউনিয়নের সেরু সিকদার বাড়ির মৃত মিলন সিকদারের ছেলে মোঃ ফিরুজ সিকদার আমখোলা বাজারে কাপড় ব্যাবসায়ী ভাই ভাই গার্মেন্টস মালিক বন্ধুদের সাথে কুয়াকাটা ঘুরতে গেলে আজ বেলা ১১ ঘটিকা থেকে ১২.০০ সময় কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধুদের সাথে গোসল করিতে নামলে হঠাৎ তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। উক্ত ঘটনা স্হালে পটুয়াখালী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে এসেছে।