পঞ্চগড়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
গতকাল বুধবার“ নারী ও শিশু ” উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” ১ম সংশোধন”-শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে পঞ্চগড় জেলা তথ্য অফিসের আয়োজনে এক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় বোদা উপজেলা পরিষদের সভা কক্ষে। নারী ও শিশু ” উন্নয়নে সচেতনতা মূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ ফারুক আলম টবি, বিশেষ বক্তা হিসেবে উপস্তিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ আকতারুজ্জামান, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার, ডাঃ মোঃ মোখলেছুর রহমান, এসময় স্বাগত বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী, এবং উক্ত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা তথ্য অফিসার মো: হায়দার আলী বলেন, চাকরির পিছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হন। তাহলে নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা প্রশিক্ষণ নিয়ে যেটা শিখি সেটা অন্যের সাথে শেয়ার করি না। প্রশিক্ষণ নিয়ে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের উৎসাহিত করতে হবে। উন্নত দেশ গড়তে হলে দূর্নীতি মুক্ত হতে হবে। কিছু কিছু প্রশিক্ষণার্থী বৃক্ষ রোপন, মাছ চাষ সব জায়গায় প্রশিক্ষণ নিতে দেখা যায়। দেশের উন্নয়ন করতে হলে আয় রোজগার করতে হবে। শুধু নিজের আয় বেশি থাকলেই দেশ উন্নয়ন হবে না। সমাজের তথা দেশের উন্নয়ন করতে হলে ব্যক্তি উন্নয়ন করতে হবে। চিত্ত বিনোদনের অভাবে আমাদের দেশের যুব সমাজ মাদকের মধ্যে ডুবে যাচ্ছে। এসময় ৪০ জন প্রশিক্ষনার্থী ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ গ্রহন করেন।