পঞ্চগড়ে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ের বোদা উপজেলায় অজ্ঞান পার্টির দুই সদস্য প্রফুল্ল বর্মন (৪৫) ও মোঃ রাব্বানী (৩৫), কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ২৪ মে ) রাত ১২: ৩০ মিনিটে ৭ নং চন্দন বাড়ি ইউনিয়নের ধাপশিকারপুর মুন্সিপাড়া গ্রামে মোঃ খালেকুজ্জামান এর বাসা থেকে অজ্ঞান পাটির সংঘবদ্ধ চক্র বাড়িতে প্রবেশ করে মালামাল লুণ্ঠনের প্রস্তুতির সময় পুলিশি অভিযানে দুজন গ্রেফতার হয় এবং এক জন পালিয়ে জান । পঞ্চগড় বোদা থানার ওসি, আবু সাইদ চৌধুরী জানান , ৭ নং চন্দন বাড়ি ইউনিয়নের ধাপশিকারপুর মুন্সিপাড়ায় মোঃ খালেকুজ্জামান এর বসত বাড়িতে চেতনানাশক ঔষুধ ব্যাবহার করে চুরি করার প্রস্তুতি গ্রহণ কালে এলাকাবাসীর সহায়তায় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই/ সাইফুলের নেতৃত্বে একাধিক মামলার আসামী, প্রফুল্ল বর্মন ও মোঃ রাব্বানীকে হাতেনাতে দুজন কে গ্রেফতার করা হয়। প্রফুল্ল বর্মন, ভাসাই নগর গ্রামের মৃতঃ দুনদিয়া বর্মনের ছেলে এবং মোঃ রাব্বানী পাঁচপীর ইউনিয়নের শিকারপুর পিয়াজপাড়া গ্রামের মোঃ আছিম উদ্দিনের ছেলে। এছাড়াও অজ্ঞাতনামা ১ জন তলমাছচপাড়ার জসিম উদ্দিনের ছেলে সোনাবুল্লাহ ( ৪৬ ) এদের ৩ জনের নামে অজ্ঞান পাটির আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।